কেন এমন হয়!
আল আমিন চৌধুরী স্বপন
কেন এমন হয়, কেন চলে যায় ! এসে কেন, সে চলে যায় !
আমার স্বপ্ন ভাংগার পর জেগে উঠে দেখি নিজের ভিতরে
নিজেই আমি অশান্ত, এক একাকিত্ব বোধ নিয়ে বেঁচে আছি।
ভালবাসার খেঁয়া বেয়ে বেয়ে নির্জনতার নুনা জলে ভাসছি,
এতটা কাছে এসেও হঠাৎ দূরে চলে গেলে, ভিতরটা ভেংগে
চূরমার হয়ে যায়, যখন বুঝতে পারি সে আমার নয়।
তুমি বলেছিলে, আমি তোমারই হৃদপিন্ড, আমি ছাড়া তুমি নাই।
তুমি ভালবেসে যে নামে ডেকেছিলে তা আজ পরিত্যাক্ত, সময়
তোমাকে কি দিবে জানি না, তবে ছলনার প্রতিশোধ সময়ই নিবে।
হঠাৎ করে তুমি এতটা রহস্যময়ী হয়ে অদৃশ্য হলে, কি এমন
হলো যে, তুমি অজানা অচেনা পথ ধরে আমাকে ভুলে গেলে।
রোদ বৃষ্টি মেঘ সয়ে যাচ্ছে সময়ের হেরা-ফেরীতে, তবুও
মন মানে না, বেঁচে আছি বিশ্বাসের অনুভূতি নিয়ে, তুমি-
চলে গেলেও রংধনুর রঙ মেখে একদিন ফিরে আসবে-
ভালবাসার টানে।