কফির ধোঁয়ায় বেইলো রোড
আল আমিন চৌধুরী স্বপন
তোমার মুখোমুখি বসে
কফির খাওয়ার আড্ডাটা
দারুন লেগেছে।
আসলে বেইলী রোড তো-
বেইলী রোডই, এখানে আছে-
তারুণ্যের জোস।
রোজ বিকেলে-
আমিও আসি তুমিও আসো
আড্ডাটা জমে উঠে বেস।
মোবাইলটা আর সানগ্লাসটা
টেবিলে থুয়ে দু’হাতের মুঠোয়
থুতনী রেখে-
আমি দেখি তোমারে
তুমি দেখো আমারে
এ দেখা যেন
শেষ না হয় কখনও।
তোমার আর আমার-
নিঃশ্বাসের খুব কাছাকছি
উড়ছে কফির ধোঁয়া,
ডিম লাইটের ক্ষিন আলো
ছুঁয়েছে তোমার চোখের পাতা।
মনের উষ্ণতায় উবচে পরে
তারুণ্যের স্ফরণ,
চোখের লজ্জায় অব্যক্ত প্রানে
জমে উঠে বিশ্বাস,
সেই বিশ্বাসের নামই ভালবাসা।
আর কতদিন কফির ধোঁয়ায়
হবে দেখাদেখি !
এবার স্পর্শ কর আমার অনুভূতি,
অনুভবে দেখবে সেখানে
তুমিই তুমি।
তুমি আমার আমি তোমার
স্বযত্নে ছুঁয়ে দাও আমারে,
শূন্য বুকটা ভরে দাও,
আমি মিশে যেতে চাই
সৃষ্টির আনন্দে।