কেবলই তারে ভালবাসি

আল আমিন চৌধুরী স্বপন

ভালবাসি,
কেবলই তারে ভালবাসি
তারে ছাড়া বাঁচি না, মনটা যে কেমন করে
বুঝাতে পারি না তারে, সে কাছে থাকলে ভাল,
দূরে চলে গেলে এই মন অস্থির হয়ে পরে ।

এই মন বার বার ছুটে যায় তার কাছে
তার কথা একটু ভাবলেই , এই মনে
এক অসাধারণ অনুভূতি জাগে,
সুন্দরের যেমন কোন সংজ্ঞা নাই,
তারও কোন তুলনা নাই।

বুকের ভিতর রেখেছি তাকে স্বযতনে
স্বপ্নের ভিতর সে আসা-যাওয়া করে,
অন্তর ভাঁজে ভাঁজে রেখেছি তার ছবি,
অনুরূপ ভিতরে-বাহিরে সব খানে-
ভাঁজ খুলে দেখি তার মিষ্টি হাসি
ঐ এক ঝলক হাসিই আমার প্রাপ্তি।

তারে যতই দেখি ততই লাজে মরি,
ভালবাসা এক আজব পাগলামি।
মনটা বড্ড ইডিয়ট, অবাধ্য ঘুরি
উড়ে উড়ে খুঁজে সংসার গৃহস্থালী।

বুকের ভিতর আছে এক কাব্য রমনী,
ভালবাসি , কেবলই তারে ভালবাসি।