বুকের ভিতর যেখানে
আল আমিন চৌধুরী স্বপন
বুকের ভিতর যেখানে ধুক-ধুক করে
তার মধ্যেখান থেকে আওয়াজ আসে
জান আমার জান , তোর ভালবাসাই
আমার প্রান।
তোর কথা যখন কল্পনা করি একাকী
থাকি না তখন আমার মধ্যে আমি,
ভাবি, কিছুক্ষণের জন্য হলেও আমি
তোর হয়ে যাই !
ভালবাসা এমনই, কারো হয়ে যাওয়াই তার স্বভাব
মন তো কিছু মানতে চায় না রে, শুধু তোরে তোরে করে-
জীবনটা ঝালা-পালা হয়ে যায়, যখন তোরে না পাই রে।
তুই কষ্ট দিলেও ভাল লাগে, হাসি মুখে দুটি কথা বললেও
ভাল লাগে, আসল কথা তুই আমার সুখ তুই আমার দুখ