আর থামবো না
আল আমিন চৌধুরী স্বপন
কে আমাকে থামিয়ে দিতে পারে ? চলছি আমি সময়ের সাথে-
কোন থামাথামি নাই। কবি থেমে যায় কিন্তু কবিতা থামে না,
হতে পারে এই নীরবতাই আমার শেষ প্রতিবাদ! কেউ আমাকে
বুঝুক বা না-বুঝুক, কাব্যের অনুভূতিতে আবেগের অশ্রু ঝরুক।
শত প্রতিকুলতার মাঝেও হেসে উঠবে কবিতার স্নিগ্ধ প্রতিভা!
আমাকে থামিয়ে দিতে ওৎ পেতে আছে অপছায়া, ভির ঢেলে
এগিয়ে যাচ্ছে আমার উদ্দম সাহসিকতা। অস্থি মজ্জা স্নায়ূ ছুঁইয়া-
অন্তরে-বাহিরে চলছে আমার বর্ণমালার দূরন্তপনা।
ভালবাসা এখন অফ লাইনে, এখানেই আমি থামতে চাই,
ভালবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না, ভালবাসা এবং কবিতা
একই ভাবে চলে, একমুঠো রদ্দুর মৌন আলোর ছোঁয়ায় নিরবতা
ভেংগে যদি জেগে উঠি, তখন বেড়ে যাবে চোখের জ্যোতি,
উঁকি-ঝুকি দিয়ে উড়ে যাবে বলাকা মন, সকাল দুপুর সন্ধ্যা
রাতের আকাশে মেঘের আড়াল থেকে দেখবে স্নিগ্ধ জোঁছনা।
মন হারাবে না প্রান খুঁজে পাবে, তা জানি না ! অনুরাগের ছোঁয়ায়
যদি কারো মন কেরে নিতে পারে ! থাকি বা না থাকি কোন আক্ষেপ নাই।
তবে আপোষহীন মৌনতা ভেংগে আর থামবো না, দুর্লভ স্বপ্নের ভিতর-
হেসে-খেলে ছুটে চলবো আলোর দিকে।