আগাছার জন্ম দেয়
আল আমিন চৌধুরী স্বপন
ভালবাসার পেটে জন্ম নেয় যে আবেগ, চিত্রকল্পে দেখি তার বেদনার ছবি,
কথা কও আর না কও, ঐ যে বহু বছর আগে বীজ বুনেছিলাম, সেই কথাটা
এখন বলি, নরম মাটীর ছোঁয়া পেয়ে ব্যকুল হয়েছিলাম, শিকড়টা ঠিক মত
গাড়তে পারিনি, যে মাটির সরম ভেংগে হাল-চাষ করেছি, অনুরুপ সৃষ্টির
আবেদনে বুনেছি শস্যদানা, কিন্তু সরো জমিনে এখন দেখি আগাছা ভরা।
মানুষ ক্রমশই মাটীর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, অথচ-
মাটী যে কত আপন তা জেনেও, নীজের জমিনের যত্ন নেয় না মানুষ,
মাটির স্বভাবে স্বভাব না হলে জেগে উঠবে না মানবিকতার। তাই স্বভাব-
তুমি মাটী হয়ে যাও।
যে কৃষকের চোখে গভীর স্বপ্ন, আবাদী জমিনে করে চাষ-বাস,
ঋতু আসে ঋতু যায় জোঁ বুঝে নিজের জমিনে নিজেই নিড়ানী দেয়,
আয়েসী রাতের আকুতি মিনতি ঝরে, জমে উঠে ফসলের শরীর।
আকাশ এত সুনিল তবুও দেখি মেঘের কালো ছায়া, পাহাড় থেকে ঝরে
সুপিও ঝর্ণাধারা তবুও পাথরের গায়ে দেখি জমে থাকা শ্যাওলা।
জমিনের বুকে সোনালী ফসল তবুও আপনা থেকে গজায় আগাছা।
মানুষের ভিতরে মানুষ আছে খুঁজে পায় তা কয়জনা। আবার কোন কিছুর
ধ্বংশ নাই আছে রূপান্তর, মানুষ নিজের জমিনে নিজেই আগাছার জন্ম
দেয়।