আমি একটা সুপার ঝকঝকে নিরেট তোরণ,ঠিক সূর্যের মত উজ্জ্বল,কারন আমার আর্থিক স্রোত সুনিশ্চিত।
আমি সমাজের আঙিনায় সদ্য ফোটা সুরভিত নিটোল পুষ্প, চাঁদের মত ঝকঝকে,কারন আমার আস্ত পদমর্যাদা।
বেশ কয়েকদিন একটা ফিনফিনে ব্যামো, পরম্পরায় পেইন দিয়ে চলেছে,ডাক্তারের চেম্বারে অর্থের গরিমায় পদার্পণ।
ডাক্তার কে বললাম আমি স্বাবলম্বী শুধু একটা ছোট পেইন...।
ডাক্তার ভ্রুটা কৃষ্ণাঙ্গ মেরাপ পর্যন্ত তুলে ঠোঁট প্রসারিত করে বললেন-
আপনার ক্রোমোজোম আপনার বংশধরের দেওয়া,
আপনার ভ্রূণ সমৃদ্ধ হয়েছে একজনের ত্যাগের বিনিময়ে;
আপনার প্রারম্ভিক অন্ন বস্ত্র বাসস্থানে অপরের অকৃপণ শুভেচ্ছা।
রক্ত -রস-কোষে পঞ্চ ভূতের প্রাধান্য,
নির্মল প্ৰশ্বাসের জন্য গাছ,নির্গত বায়ু শোধনেও সে...।
আপনার একটা নিকেল মাখা দিনের জন্য সূর্য,
নিকষ ঘন নিশিতে জোছনার জন্য চাঁদ,নইতো সৌর-বায়ু-জল শক্তি।
চরম অস্বস্তির দাবদাহে এক পশলা শীতলতার জন্য এক খন্ড মেঘ,
জমজমাট আতিশয্য মেনুলিস্ট হয় শ্রমিকের শ্রম প্রদানে,
আপনার লজ্জা নিবারনের পোশাক;বুভুক্ষু মানুষের আর্তনাদের ফসল।
সত্যিই কি আপনি বা আমরা স্বাবলম্বী নাকি পরস্পরের উপর নির্ভরশীল?
আমি ঢাউস কাঁচুমাচু হয়েই সত্যতা স্বীকার করলাম,
মনে মনে উচ্চারণ করলাম-
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে।