সব কিশোরী বাঁচুক সুখে
পরীর বেশে ফুলের দেশে,
সাহস থাক সবার বুকে
মেঘের বেশে ছুটুক রেশে।
পড়ুক তারা স্রোতের মত
খেলুক সুখে খুশির মুখে,
মনের কোণে জোছনা নিয়ে
আঁধার রুখে সাহস বুকে।
জ্বালুক তারা আলোর শিখা
আলোর মেলা আলোর খেলা,
আলোর বারি আলোর বায়ু
আলোর বেলা আলোর ভেলা।
ড্রপ আউট বিনাশ করে
আর্লি ম্যারেজ গ্যারেজ দিয়ে,
সঠিক পুষ্টি যোগান পেয়ে
ওরা থাকুক চাবুক হয়ে।
সবাই মিলে একই সাথে
এলে বিপত্তি করো নিষ্পত্তি,
জয়ের ধ্বজা উড়িয়ে দিক
নেই আপত্তি নেই আপত্তি।