পূজন কুমার ঘোষ
শক্ত রক্ত শান্ত কোষ,
চুল গুলো বট ঝুরি
গাল দুটো আস্ত খুরি।

চোখ দিয়ে গান গায়
কান দিয়ে ভাত খায়,
নখ দিয়ে কথা বলে
হাত দিয়ে ছুটে চলে।

ডুমুরের ফুল তুলে
ঘাসেদের ডালে দুলে,
মাছেদের গোঁফ কাটে
হাতি সিংহ বেচে হাটে।

ঘাস কাটে টাঙ্গী দিয়ে
গাছ তুলে ফুঁক দিয়ে,
তালু দিয়ে মারে বাঘ
নক্র মেরে করে যাগ।

জাল ফেলে বায়ু ধরে
ঘুনি দিয়ে রোদ ধরে,
খাঁচা রেখে ধরে জল
সিংহ দেখে পায় বল।

মাথা নয় মহা ভাণ্ড
দিনে রাতে নানা কাণ্ড,
ভঙ্গি যেন কথাকলী
কত লিখি কত বলি।