নিঃসংকোচে বলছি, তোমায় ভালবাসি
বুঝতে পারি অবয়বে নিশার ভয়াল ভ্রুকুটি
কেশে কেশে শ্বেত বিপ্লব; অবেলার যৌবন
আসলে আমার সংগোপন লেন্সে শুধু তুমি
আমার হৃদয় বিণায় তোমার বৃত্তান্ত
আমার ডিসর্টে তোমার স্ফুরিত ঝর্নার কল্লোল
জানি, তোমার প্রাণবন্ত উপত্যকাকে বিশাল বেখাপ্পা করবে
তবুও বলছি তোমায়...।
আমি সদর্পেই বলছি,তোমায় ভালবাসি
ভয় নেই,আমি নয় দস্যু- দানব
আমি নই তৃষ্ণাতুর বা লোভাতুর
আমি উদ্যানের সৌন্দর্যে উদাস হই
ঝর্ণার ফোয়ারায় ধুয়ে ফেলি মনের বিষন্নতা
রোমাঞ্চিত স্রোতস্বিনীই সন্তপ্ত পাঁজর শীতল করি
জানি, তোমার রোমাঞ্চিত আঙিনাকে বিষন্ন করবে
তবুও বলছি তোমায়...।
আমি উল্লাসেই বলছি,তোমায় ভালবাসি
তুমি প্রত্যাশা করছ,আমার হিংস্রতা
আমি অরণ্যের অনুরাগী কিন্তু বন্য না
তোমার আভাসে দেখি অন্ধ আঙিনায় আলোর আসার
তোমার ছোঁয়ায় পাই আমার বধির বুকে ঊষার পেখম
তোমার আলাপে শুনি বিমূঢ় কার্নিশে বিহঙ্গের কূজন
জানি,তোমার সাজানো সজীব উপবন কে উদ্বেলিত করবে
তবুও বলছি তোমায়...।