নিজের বানানো খাঁচায়...
প্রশান্ত কুমার ঘোষ
কোন রাজনৈতিক দল আজ বন্দ ঘোষনা করেনি
কোন সংগঠনও দাবি দাওয়ার জন্য বলেনি এখন ধর্মঘট।
পাড়ার মস্তান দাদারাও তোলা না দেওয়ার জন্য জোর করে লক করেনি
আমরা স্বেচ্ছায় স্বঘোষিত লক ডাউনে...।
এখন এক অণুজীবের দৌরাত্ম বিশ্বের কোষে কোষে
তার অবাধ বিচরণ ধরার ধুলি ধূসরিত ক্ষেত্রে
সে বাইরে কোন প্রতিক্রিয়া দেখায়না
শুধু আমাদের দেহের ভিতরে তার আধিপত্য বিস্তার করে চলেছে
আর তাতেই বিশ্ব ত্রস্ত,
পথভ্রষ্ট
মহা বিপদের সম্মুখীন
বলা ভালো গেল গেল রব।
কি দোষ তার?
সে তো নিজে আসেনি
তাকে আমরা আহ্বান করেছি
প্রকৃতির প্রকৃত নির্যাস নিংড়ে পরিয়ে দিয়েছি বিশৃঙ্খলার সাতকাহন
প্রকৃতির আন্দরেও আমরা অণুজীবের মত বাসা বেঁধে শেষ করেছি তাঁর সেন্স অর্গান।
প্রকৃতি আমাদের পুষ্টির সম্ভার,
সৃষ্টির স্রষ্টা,
প্রাণ প্রজাতির পথ প্রদর্শক,
তাকেও আমরা মানিনি
গাছ ছেদন করেছি
বাতাসে কার্বন ভরেছি
শব্দের সম্ভার করেছি
জলকে বিষন্ন করেছি
অপর প্রাণীদের বধ করেছি;
আর অবশেষে আমরা নিজেরা লক ডাউনে
থুড়ি...থুড়ি...
বলা ভালো নিজের বানানো খাঁচায় নিজেরাই বন্দী আমরা।