কিছু উষ্ণ অভিনন্দন আর কিছু শুভেচ্ছা বুলেটের ব্যস্ততায় ছুঁড়ে দিই জীবনের অববাহিকায়।

মন রাখার কিছু সাজানো মেকি রঙিন  ফুলের মালার কারুকার্য দিয়ে হৃদয়ের উঠানে প্রভাব বিস্তার করি।

দেখা হলে ফোয়ারার মত এক ছটাক মিচকে আতর ছিটিয়ে সম্পর্কের টিনটিনে সলতেটা সঞ্চার করি।

ভাইরাল সস্তা মেসেজ ফরোয়ার্ড করে আবেগের জং ধরা ফলাটা একটু শান দিই।

সম্পর্কের ফরফেক্স সুযোগ খুঁজে স্বার্থের ওয়ালেটে ভরে নেয় মুচমুচে কলিজা।

এভাবেই চলে মনুষ্যত্বের উপত্যকায় স্বার্থের আখের গোছানোর মক-বরা।