হৃদয়পুরে বসছে মেলা
আয় রে সকল ভাই,
এই মেলাতে হরেক শোভা
লুটতে চাইলে আয়।
সীমার এই দালান ঘরে
আছেন অসীম বিধু,
আলোর হোরি বসবে হেথা
ক্যানভাস হবে নিধু।
আলোর হওয়া রাশি রাশি
কাশের স্রোতের মেলা,
অসীম ছায়ায় বসে বসে
কাটবে জীবন বেলা।
আইরে তোরা হৃদয়পুরে
প্রেমের নিশান তুলে,
রসের মেলায় মিলে যাব
সীমার যাতনা ভুলে।
প্রভুর পাতা আসন খানি
আছে সবার মনে,
সেই আসনে বসলে পরে
জিতবে জীবন রণে।
হৃদয়পুরে আলোর বাজি
ভূষণ হয়েই থাকে,
একটু খানি আদর দিলে
মেওয়া ফলবে চাকে।