খোকা বলে বাঘ মামা
এসেছিল কাল রাতে,
কিছু লিখে কাগজেতে
দিয়ে গেল হাতে হাতে।
সিংহ রাজা বলেছেন
সব পশু শুধরান,
সততার ডালি নিয়ে
কর দিন গুজরান।
বাঘ নাকি ব্রত রাখে
দিনে রাতে উপবাস,
পরপারে সুখী হতে
মালা জপে বারো মাস।
হায়নারা বড় শঠ
থাকে নাকি আড়ি পেতে,
খুন করে মাংস খায়
হীন কাজে থাকে মেতে।
বাঘ মামা বনে বনে
করে শুধু পায়চারি,
নির্বাসন দিয়ে দেয়
যারা করে অনাচারি।
প্রাণী সব খুশি হয়ে
খায় পাতা ফল মূল,
মেনে চলে ন্যায় নীতি
করে নাতো কোন ভুল।