নশ্বর শরীরে রোজ সাবান মাখায়
বিশুদ্ধ জলে ধুয়ে নিই আমার অনিত্য আত্মাবরণ
স্প্রে করি উন্নততম পারফিউম
মুখমণ্ডলে লেপন করি মহামুল্যমান স্ক্রীম।
কিন্তু অন্দরমহলের খবর রাখিনা
উত্তাল আবেগের ঢেউয়ে প্রতিদিন ক্ষয় হয় জীবনের তীর
মুহূর্ত গুলো দ্রবীভূত হতে হতে অন্তহিত হয় আমিত্বের দরিয়ায়
ফুল হয়েও সুবাস দেওয়া হয় না।