আমফান একটি ঝড়ের নাম
প্রশান্ত কুমার ঘোষ
আমফান একটি ঝড়ের নাম,
যার অপর নাম সুপার সাইক্লোন,উম্পুন।
ভ্রূণ গঠন ষোলই মে
গর্ভপাত আঠারো মে
লোকান্তর একুশে মে।
উৎপত্তি স্থল বঙ্গোপসাগর
প্রমোদ স্থল ভারতের পূর্বাংশ আর বাংলাদেশ
সর্বোচ্চ গতি দু’শ ষাট কিমি।
কদিনের উদরপূর্তি অজস্র বৃক্ষ,
কয়েক হাজার ঘর-বাড়ি,
ল্যাম্প পোস্ট,ক্ষেতের ফসল,পুকুরের মাছ,
নাগালে থাকা পশু,পাখি,শতাধিক মানুষ ইত্যাদি।
নিয়ে গেল কারও সিঁথির সিঁদুর,
কারও প্রেয়সি,
কারও আপনজন।
খালি করল বহু প্রাণীর বুক,হৃদয়,মাথা গোঁজার ঠাঁই।
রেখে গেল কিছু বিয়োগান্ত চিরন্তন স্মৃতি,
ন্যাবা হৃদয়,অশ্রুরুদ্ধ কণ্ঠ, পাঁশুটে আর্দ্র চোখ।