তারপর যখন ছায়ারা চুপি চুপি পিছু নেয়
আরও বেশি করে ঢুকে যেতে ইচ্ছে করে
শূন্য আলোর ভিতর ;
আঁধার শানায় তরবারি ;
মুন্ডচ্ছেদের প্রত্যয়েও ঘুনপোকা বাসা বাঁধে-
কুরে কুরে খায় বিবশ রাত্রির শীতঘুম ।
অতঃপর রাতের ফোকর দিয়ে
মোচড়ানো আলো আসে ;
আড়মোড়া ভাঙে আলোর দেওয়াল ।
রোজ সকালে ঘুম থেকে উঠে
টুথপেস্টে মুখ ধোয়ার মতো
ধুয়ে ফেলি জন্মকালীন মুখোশগুলো ;
পায়ের তলায় জমা হয়
একটা সদ্য গলিত শব ॥