ছেড়া রোদের বিকেলে
হারায়নি স্বপ্নের রঙ ;
জঙলের করিডোর ধরে
বেলাশেষের ফ্রেম
এখনো ঝুকে আছে
কিছু ধোকানো সজীবতায় ।
শান্ত তরু ছায়ায়
শুকনো ঘাসের ফাঁকে ফাঁকে
গোধূলিও আলপনা আঁকে
শ্যামলিমা, তোমার অভ্যর্থনায় ।
বাসন্তী বাতাসে খসে খসে যায়
পুরোনো অ্যালবামের পাতা;
ঝরাপাতার স্তূপ শিখর ছোঁয় ।
অপেক্ষার করিডোর ধরে হাঁটতে হাঁটতে
একদিন শ্যামলিমা জয়ী হয় ॥