প্রতিটি রাত্রির জঠর ছিঁড়ে
বেরিয়ে আসে একটা নির্বিষ সাপ ,
যার ছোবলে মৃত্যু নয়
একটা রক্তাক্ত ক্ষতই যথেষ্ট
প্রতিটি স্বপ্নীল ভোরের রক্তপাতে ।
দলাপাকানো রক্তমাখা অসুস্থ ক্ষতে
এখনো ঘুরে বেড়ায়
তোমার কিছু অস্পৃশ্য অবজ্ঞা ;
তোমার - আমার ,আমাদের
দেহসন্ধির নাভিমূল স্পর্শ করে
মাথা তুলে
আজন্ম নতুন একটা ছত্রাক শয্যা ॥