তোমাকে চেনার জন্য
একজোড়া চোখ নয়
অনুভবের দৃষ্টিকোণ থাকলেই হলো;
তোমার ফ্রেম ছুঁয়েই
চেনা যায় তোমার ছবি ;
প্রেমের নাড়ির স্পন্দন মেপে
জেনে নিতে পারি
হৃৎপিন্ডের ভিতর এখনও
আমার জায়গা আছে কিনা !
বেঁচে থাকার মাপকাঠিতে
যেভাবে জানা যায়
ঝলমলে শহরের বুকে
একটা অন্ধকার গ্রামের উপস্থিতি ;
দুই যুগ পর -
যেন সেভাবেই গড়ে নিতে পারি
তোমার উন্নত নাভীদেশে
আমার নিষ্ফলা বসতি ॥