নিরন্তর সত্যি আজ একা,নিরবতায় মত্ত।
পারবে কি আপন হৃদয় মানতে এ সত্য?
ভাবছি বসে লিখছি একা,তবুও ভালো এসে চোখের দেখা।
ভাবছিনা দেখো লিখতে বসে তোমায়!
বড়ো একাকিত্ব বোধ হয় নেই আগের মতো সময়,
বদলায় দিন,বদলায় ঋন, বদলায় না অভয়;
শুধু সময় বদলায় অন্তিমে প্রেম ধুলায় লুঠায়।
নিরন্তর সত্য আপন মত্ত একাকিত্ব ভাবনায়।
হাতিবান্ধা,লালমনিরহাট,বাংলাদেশ।
(২২-০৯-২০)