নিখুঁত সুন্দর তোমায় বানিয়েছে ভগবান ৷
মনে হয় জীবন ভরে দেখি সারাক্ষণ ৷
হৃদয়ের মধুর নীরব বচন করেছে রঙিন ৷
তাই বুঝি নিজেকে লাগছে স্বাধীন ৷
অম্বর থেকে আগত তুমি এক পরী ৷
মন তাই একবার হৃদয় করুক চুরি ৷
এত সুন্দর বদন,ঠিক পুষ্পের মতোন ৷
কোনো জাগতিক সুন্দর হতে পারে না এমন!
কোকিলের ন্যায় কন্ঠ দিয়ে তুমি কহ কথা ৷
শুনে মম হৃদয়ের মুছে যায় ব্যথা !
শূন্য পায়ে কানন মাঝে তুমি যেও না ৷
বিঁধলে কাঁটা পদতলে সইতে পারব না ৷
মূর্তির চেয়েও দেখতে তুমি অনেক সুন্দরী ৷
কেউ যেন কভু চেয়ে না বসে,তাইতো সদা ডরি ৷
অন্তরে প্রেমকে জ্বালিয়ে হয়েছ আজ দীপা ৷
অপার্থিব সুন্দর যোগে তুমি অপরূপা ৷