প্রেমের ভাষায় বোঝাও আমায়;
তাঁরা গুলি যেমন আকাশ সাজায়।
তোমার ধ্বনিতে প্রান টা হারায়,
পূজারী পূজায় যেমন শঙ্খ বাজায়।
রুপে দেখায় পুষ্প ফোটায়
উজ্জ্বলিত দেখ যেন গোলকধাঁধায়।
কেশে তোমার ঝলমলে বলায়
নাসিকা মোর যেন আশ্রয় খুঁজে পায়।
সিঁথির আদলে গড়া সংসার
প্রথম জীবনে অন্তিমের ও সার;
পাদুকা দুখানি গলার হার
আপন হৃদয়ে লক্ষীর সমাহার।
দন্ত তোমার চাঁদের কিরণ
মৃদু আলোয় করে সম্ভার!
স্বপ্ন আমার অসীম গগন
আলোকিত করে নিঝুম বাঁধায়।
প্রেমের ভাষায় বোঝাও আমায় ;
তাঁরা গুলি যেমন আকাশ সাজায়।