দিনের কঠিন সাজানো পৃথিবীটা
নিজেদের মন তো রে ভাই একটা!
সূর্যের কিরনে বেঁচে আছে দেখো ওই তৃনলতা।
সেই কিরনে দাবানলে পুরছে অরণ্য রাজা।
আপন হৃদয় সাজানো প্রেমে বাঁধা!
সীমিত সময় নিজেকে মনে হয় সেই বৃহন্লা।
কতই পাপিষ্ঠ আমরা হে রাঁধেও
বিচ্ছেদ হবো!  এই বলে কষ্ঠ পাবো আমরা।
নয় এ ভুল, হবে মাসুল হাত ধরে চলা!
দিনের কঠিন সাজানো পৃথিবীটা
নিজেদের মন তো রে ভাই একটা!
কলঙ্ক ব্যাধি আসলে আসবে, ভাবো শালিকের কথা;
এতই ঝড়ে, প্রখর রোদে একসাথে ঠিক ওরা।
আমরাও দুজন কাটিয়ে দিবো সময়ের শেষ সীমা।




(বোলপুর শান্তিনিকেতন ০৮/১২/১৯)