আবীর রঙে রঙিন আমার
পলাশ রাঙা মন,
শিশির ধোয়া ফুলের পাপড়ি
হয়ে থাকবো সারাক্ষণ।
আকাশ নীলে বসছে আজ
হরেক রঙের মেলা,
জীবন মানে যাপন গাঁথা
সুখ অসুখের খেলা ।
স্বপ্ন গুলো উড়ু উড়ু
আজকে শিতল দিনে,
যত্ন করে গুছিয়ে রাখো
তোমার রঙিন মনে।
আকাশ ভরা তারার চোখে,
দেখবো তোমার মুখ,
তোমার পায়ে নূপুর বাজে,
আমার প্রানে সুখ।
কৃষ্ণ চূড়ার ঝরা ফুলে
আগুন রাঙা পথে,
স্বপ্ন আমার মেলছে ডানা,
জ্যোৎস্না ভেজা রাতে।
ফাগ চৈতের মিতালিতে
উথলে উঠে প্রান ,
তোমার মধুর কণ্ঠে শুনি
নতুন দিনের গান।
নতুন দিনের সূর্য দেখি
দিচ্ছে আজ উঁকি,
তোমার চোখে স্বপ্ন দেখি,
নতুন কিছু আঁকি।
আকাশ আবার রঙ্গিন হবে
তপ্ত হবে ভূমি,
তোমার মনে বাঁধবো বাসা
স্বপ্নে তোমায় চুমি।
(৩০/০৯/১৯ মাথাভাঙ্গা)
(নামকরনঃ আমার সোনা)