তুমি যে আমার রাতের সখী,
অন্ধকারেও তোমায় দেখি!
একটু সারা না দিলে হে সখী
তোমারে মনে হয় ছলনাময়ী!
ধুকধুকানি বুকে অভিমান ও জাগে
মনে হয় বড়ই একা আমি।
তুমি যে আমার রাতের সখী।
দু’চোখে কেন হুতাসের ছবি আঁকি?
একটু দেরিতে আসবে তো তুমি;
রাত্রি জেগে সখী তোমারে ভাবি।
তোমার ঘুমের পাহারায় বসি!
তুমি যে আমার রাতের সখী।
তোমায় বিনে ঘুমের ঘরে,
নয়ন যুগলের অনসন করি।
বড্ড ভালোবাসার ভুখি আমি!
তুমি যে আমার রাতের সখী।



(শান্তিনিকেতন ৩০/১১/১৯)