তোমার নবীন প্রাণে প্রাণে,
কে সে আলোর জোয়ার আনে?
নিরুদ্দেশের পানে আজি তোমার তরী বাওয়া;
তোমার প্রাণে দোল দিয়েছে বসন্তেরই হাওয়া৷
বহে দেখ তোমার শান্তিনিকেতনে!
ওঠ্ রে আজি জাগোরে জাগো
সন্ধ্যাকাশে উড়ায় ফাগুন
ঘুমের দেশের সুপ্তহীনা মেয়ে৷
তোমার সোনার রথে চড়ে
মুক্তি-পথের লাগাম ধরে,
ভবিষ্যতের পানে চল আলোর গান গেয়ে৷
রক্তস্রোতে তোমার দিনে,
চলছি ভেসে সবাই মিলে;
প্রানের সেই শান্তিনিকেতনে।
(শান্তিনিকেতন) ০৯/০৩/২০২০