চন্দ্র তুল্য মানবীর দ্বারে
ললাটে রুদ্র প্রেমের করিডরে।
গন্ধ মুর্খ থাকে পথপানে চেয়ে!
অগল বগল পানে হেঁটে বুঝি গেলে,
দেখ চন্দ্র তুল্য মানবীর দ্বারে
ললাটে রুদ্র প্রেমের করিডরে।
কহিতে ইচ্ছে জাগে হতাশায় হৃদয় কাপে,
কন্ঠে বেজায় মুরলী সুর বাজে!
রাধার পানে চেয়ে আঁখি দুটো সাজে,
গন্ধ মুর্খ নিজেরে বাকরুদ্ধ বলে।
সরল মানব উঠিয়াছিল ছাঁতি খানি ফুলে!
ললাটে রুদ্র প্রেমের করিডরে।
ভাবিয়া মানবী দ্বার দিল খুলে,
গন্ধ মুর্খ দেখ আলিঙ্গন করে।
চন্দ্র তুল্য মানবীর দ্বারে
ললাটে রুদ্র প্রেমের করিডরে।
(০৯/০৩/২০২০)
লেখার সময়ঃ রাত ১২:৩০
{বোলপুর শান্তিনিকেতন}