প্রেমের ব্যাখ্যা আমাকে শেখাতে এসো না,
প্রেম আর ক'জন করতে পারে বলো?
চোখের পলকে যার চাঞ্চল্য; বুঝবেনা সে
কখনো প্রেমের মাহাত্ম্য।
স্থির নয়ন তাঁর সেই করবে প্রেমের অঙ্গার!
তাহলে শুনো আরো কিছু সমাহার,
প্রেমময় মানব নিদ্রার দানব
যদি থাকে হারানোর ভয়,তবে চক্ষু করিবে জয়,
এদিক ওদিক হবে না একবারো কেটে যাবে তার
ঘুমের সমারোহ।
সাহস থাকবে বাস্তব মেনে
পথ চলবে হাতে হাত রেখে।
নিজেদের কটাক্ষ দিবেনা সায়,
হাসিতে দুটি মন থাকবে অজয়।
প্রেমের ব্যাখ্যা শেখাতে এসো না আমায়।



লেখার সময়ঃ রাত ১১-০১:৩০
স্থানঃ শীতলখুছি, কোচবিহার।