আমি নারী,
পৃথিবীর বলয় অহংকার চারিণী।
সৌন্দর্যের শেষ সীমানা আমি,
তবুও কেন কলঙ্কিনী?
বক্ষে আমার করি জীবন দান,
হরিনীর বেশে দিতে হয় প্রান!
নিত্য লীলায় আমি হতভাগিনী ;
তবুও আমি কলঙ্কিনী।
আমি নারী,
মহত্ত্বের কাজে হইতে বলিয়ান
সমর্পিত নয়নে জল ছলছল,
ছিন্নভিন্ন করে পিচাশের দল।
মানুষ কহে সমাজকে বাঁচান,
অবশেষে যায় আমার প্রান!
আমি নারী,
আঁধারে বসে নিঃসঙ্গে কাঁদি
হয়েছি যে কলঙ্কের ভাগি।
স্থানঃ লালমনিরহাট,রংপুর,বাংলাদেশ।
০৬/১০/২০২০