অন্ধকার কে মাঝে মাঝে ভালো লাগে আমার!
        বর্ষার অঝোর ধারায়
        চেয়ে থাকা নিস্তব্ধতার আশায়।
হয়তো সেটাও নয়, হতে পারে কিছু শব্দের জাগরন,
ঝিঝি পোকা,আর ব্যাঙের ডাক সে মাতাল বচন!
ভালো লাগে কাদামাটি রাস্তায় পথচলা,
নাকি পরে থাকা
বকুল তলায় পিছলানো পঁচা ফুল আর পাতা।
দিশেহারা পথিক হতেও হৃদয় কম্পিত আমার।
মনের চাওয়া পূরণ করতে সংগ্রাম ;কে কবে কার!

অন্ধকার কে মাঝে মাঝে ভালো লাগে আমার!
বর্ষার অঝোর ধারায়  চেয়ে থাকা-
নিস্তব্ধতার আশায়।
রিমঝিম বৃষ্টি ধারায় খোলা  জ্বানলায় চেয়ে থাকা,
খুনসুটি করে গাছের কঁচিপাতা আর দোলে ইন্দ্রলাল
মাথার চুলে-
হালকা জল ছোঁয়া আর হৃদয় ছবি আঁকা,
অজস্র লেখা পাতায় করবে আমাকে মাতাল।
হয়তো সেটাও নয়,হতে পারে এটা স্বপ্ন-কাল!
দিশেহারা পথিক হতেও হৃদয় কম্পিত আমার।
মনের চাওয়া পূরণ করতে সংগ্রাম ;কে কবে কার!
দিশেহারা হয়ে উঠুক-
হৃদয় আমার মন তবুও চনচল;
হতে পারে আমার এখন ক্লান্তকাল।

সময়ঃ রাত ০১:০০-০৩:৩০
শীতলখুছি,কোচবিহার।