সময়ের কোলাহলে নিরুত্তর
পথভ্রষ্ট হবো না, না পেয়ে উত্তর ;
এ-ও যে সত্য প্রেমের কলঙ্ক।
ক্ষনিকের মন্দটায় কষ্ট হয় অল্প,
আঁধারে মন উপাসনায় মত্ত।
কলঙ্ক,আহা হৃদয়ের কলঙ্ক!
একটু হুতাশ আর একটু কষ্ট।
সময়ের কোলাহলে নিরুত্তর
নির্বিশেষে জীবনের অন্তিম প্রান্তর।
অপেক্ষায় সেই মনের চত্বর ;
উক্তি সে যে কবিতার অক্ষর,
দ্বারে গমন অভিমান তাহার,
সল্প পীড়া বুঝি বার-বার!
তবুও পাগল করি অনাচার
এ যে হৃদয়ের কলঙ্ক আমার।
(শান্তিনিকেতন ২৪/১২/১৯)