বুক পেতে দাও, রাখব মাথা,
ঘুমের খাতা
খুলবো গো ফের,
হয় যদি ঢের
প্রেমের তুফান, হাজার চুমুর
অজস্র বান,
ছুঁয়েই যাবে অধর তোমার
ঘুম আসবে না হায়!
দেখবে যদি,
টলটলে এক প্রেমের নদী
বইছে তোমার বুকের খাঁজে,
নিটোল ভাঁজে আমি যখন-
তোমার কোলের কাঠবিড়ালি
আদর- খেকো।
আদর-খেকো কাশফুলে
যেই খেলবে হাওয়া,
দুলবে বকুল, খুব বেহায়া
রাতের কোকিল, হিংসুটে মন
গাইছো তুমি তার জ্বালাতন!
প্রকৃতি কি এমনই হয়?
প্রেম বোঝেনা- নিঠুর, নিলয়।
দাও বকে খুব।
দাও বকে খুব, চাঁদের জোয়ার
এই অবেলা চাই কিগো তার?
আমি যখন
নাক ডোবাবো তোমার চুলের মেঘের দেশে,
খুব আবেশে ঠোঁট ছোঁয়াবো ঘাড়ের
তিলে,চোখের ঝিলে।
ঘুম আসবেনা গো চোখের নীড়ে।



(মাথাভাঙ্গা ২২/১০/১৯)