তুমি বললে নেই, আমি জানি আছে
তোমার চোখের কাছে, ঠোঁটের কাছে
ভালোবাসা লেখা আছে, অমর আমরা দুজনে৷
আমার পথের শেষে দাঁড়িয়ে আছো তুমি!
তোমার পরে কিছু নেই শুধু মরুভূমি।
তোমায় কাছে পেয়ে একটি ছোট্ট ইচ্ছে জাগে,
ভালোবাসার টিপ দিয়ে দেই গাঢ় অনুরাগে!
আজ আকাশটা মেঘলা, বৃষ্টি হতে পারে,
তোমার হৃদয়ে একটি জলাশয় সৃষ্টি হতে পারে।
বুকের গভীর থেকে কষ্ট গড়িয়ে পড়ে টুপ-টুপ
তবুও তুমি-পাথরের মতো নিশ্চুপ।
তোমাকে নিয়ে হাঁটি আমি উদাস পথের বাঁকে!
মনে হয় আমরা যেন সারা পৃথিবী জুড়ে।
আমার বাড়িয়ে দেয়া হাতে রেখেছো তোমার হাত
শেষ বিকেলে শুরু হোক, প্রেমের ধারাপাত।
তুমি আমার নাগালে এসো ভালোবায় মোরে ধন্য করো!
তোমার চোখের আকাশ জুড়ে আমার আকাশ মেলাতে পারো।
দুটি মনের মিলন মেলায় শক্ত করে ধরো,
তাই তো বলি, আমরা দুজন সবার থেকে ভিন্ন!
কাছে আসায়,  ভালোবাসায় আমাদের জীবন ধন্য।