চলে গেছো বহুদূরে
আমাকে একা করে
সুখেরই আশায়,
খেলেছো ছেলেখেলা
করেছো অবহেলা
অপবাদ দিয়েছো ভালোবাসায়।
অভিমান নেইনি
নেইনি প্রতিশোধ
চুপ-করে বসে আছি আমি,
কষ্ট রাখিনি মনে জমা
আমায় করে দিও ক্ষমা
সুখে থেকো -ভালো থেকো তুমি।
হাঁটবো-না তোমার পিছু
চাইবো-না কোনোকিছু
দিলাম মুক্ত করে তোমায়,
আমায় পরিহারে যদি
সুখ পাও নিরবধি
আনন্দে দিলাম আপন জলাঞ্জলি।
★শেষের লেখা★
লেখার স্থানঃ নিজ বাড়ি (পুকুরপাড়)
সময়ঃ রাত ১০:০০