অশ্রু ধারায় নয়ন মায়া,
পলকে প্রেম নিবিড় ছায়া।
চন্দ্র জ্যোতি কাজল সাঁজে,
অভাগীর গতি নয়ন জলে,
তবুও হৃদয়, কম্পিত না হয়;
সমুদ্রে নদীর ধারা যেমন মিশে যায়।
কম্পিত ঠোঁট হয়েছে অজয়
নাকের পাশে বন্যা ঝড়ায়,
মুছতে না পাড়ি করবো সহায়।
হিমু তুমি হৃদয়ের আলয়!
প্রেম প্রিতি সুখ সৃষ্টি যেথায় হয়।
চোখ ছলছল হয় অবিরল
দৃঢ় প্রেম! করবো সঞ্চয়।


(বহুদিন পর)
🌺১৮-০৫-২০২০🌺
হাতিবান্ধা, লালমনিরহাট, বাংলাদেশ।