আমি বড়োই আনমনা ছিলাম,
ছিলাম অগোছালো।
কবে অজান্তে কে এসে আমাকে সাজালো।
চারদিকে ছিলো অন্ধকার আমার
খুজে মরছিলাম একটু আলো,
কে যেন মনের দিশারায়
আলোটাও জ্বালিয়ে দিলো।
কথার মাঝে খুজছিলাম একটু ভালো মন্দ!
অজানার সুরে ছন্দে আজ
নিজেকে মাতিয়ে নিলাম।
সময় বইছে প্রবল স্রোতে
ক্ষনিকের জীবন ঠিক থেমে যাবে,
তবুও আসা রবে চিরকাল
যদি এমন অগোছালো রয়ে যেতাম।
(২৭/০২/২০২০ শান্তিনিকেতন)