আমি নিরালায় বাস করি
সব কিছুতেই হতাশায় মরি!
কি করি আর না করি,সব ভেবে একান্তে বাঁচি।
আপনের খোঁজ নিতে ক্লান্ত পথচারী,
আমি নিরালায় বাস করি।
জীবন যুদ্ধে রাবণ আমি,"তাই করেছি বড্ড বাড়াবাড়ি "
অতীতে মধুর সুর, আর এখন বিশের বাঁশরী।
আমি নিরালায় বাস করি,
গগনবিহারী সূর্য্য রশ্মি জানালার ফাঁকে দেয় উঁকি
ভেবে নেই, আসছে বোধহয় আলোর দিশারি!
ভোবুক হৃদয় হয়েছে ক্ষয় তাই হাহাকারে কাঁদি,
আমি নিরালায় বাস করি।
সময় : ১৯ নভেম্বর রোজ মঙ্গলবার।
লোকেশন : হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারতবর্ষ।