আমি কি? তোমায় ভাবি,
সারাদিন রাত্রি।
পাই সারা, তবুও মনে হয়
আমি একা।
একা বসে কাঁদি নিরালা!
একটু যদি বুঝতে ;
সময় খানি মোর,
ভরিয়ে দিতে প্রানে।
না জানি মধুর কথা,
তথাপি তোমার টানে;
কবিতার ছন্দ আনে।
একটু যদি বুঝতে ;
আপন কন্ঠে,
কান খানি মোর ভরিয়া দিতে!
না পারি লিখতে,
লিখি, ভালোবাসি বলে!
একটু যদি বুঝতে ;
কলমের কালি হ'য়ে
আঙুলে লেগে থাকতে।
যদিও পাই নয়নে নয়নে!
পলক পরিলে একা বড় লাগে
একটু যদি বুঝতে ;
আলিঙ্গন করিয়া মোরে,
সারাক্ষণ রাখিতে।
"গৃহে বন্দি হয়ে একটু হতাশা মুখর পরিশেষে ছোট্ট আয়োজন।"
(হাতিবান্ধা, লালমনিরহাট ২৫/০৩/২০২০)
লেখার সময়ঃ রাত ১২:২০