সকালের মুহূর্তরা তোমার আমার
একান্ত নিজস্ব, একখণ্ড সুখ।
যেন দীর্ঘ প্রেমের এক সংক্ষিপ্তসার।
উষ্ণ চায়ের কাপে নিঃশব্দ চুমুক।

এরপরই যুদ্ধ। বিদায় ভালোবাসা।
যুদ্ধক্ষেত্রে তলোয়ারবাজি প্রাণপণ।
জয় সুনিশ্চিত করে তবেই ফিরে আসা।
পুনরায় মহার্ঘ্য সকালের খোঁজে রাত্রিযাপন।

এভাবেই প্রত্যাশা জীবন বাঁচিয়ে রাখে
নতুন সকাল আসে শুরুর সারল্যমেখে।


এক সুন্দর সকাল দিতে পারি,
একটি নির্মল নিষ্পাপ
সকাল। তুমি বললেই দিতে পারি।
এমন কি কূুসুম সবিতার নরম উত্তাপ,
তাও এনে দিতে পারি গাঢ় চুম্বনে
তোমার ঠোঁটে, হতে পারি দলছুট
রাত্রি বিন্দু, কালো তিল ঠোঁটের কোণে
গোপন অভিসারের চিহ্নস্বরূপ।

বারবার একটি নতুন সকাল দিতেই পারি
তারজন্য, প্রত্যেকটি যুদ্ধ জেতা জরুরি ।।