তুমি কি নদী ---, প্রিয়তমা।
জল চেয়ে বসে আছি কবে থেকে
কই তৃষ্ণা তো মিটল না।
আঁজলা ভরে দেখেছি তোমার মুখ
পথচলার ক্লান্তি আড়ালে রেখে
বারংবার একইরকম উৎসুক।
কত যুদ্ধ হেরে ফিরেছি তোমার কাছে
শীতল স্পর্শে পেয়েছি নতুন উদ্যম,
প্রত্যেকবারই পরাজয় ফিরে গেছে।
প্রত্যেকবারই নতুন করে পেয়েছি তোমাকে,
বালুচরে সেজে উঠেছিল হোম
যজ্ঞাগ্নি প্রজ্জ্বলনে দিনান্তের সূর্যালোকে।
প্রত্যেকবারই চেয়ে দেখেছি তোমায়
সেই উৎসুক মুখ যন্ত্রণা লুকিয়ে রাখা,
অপরূপ সুন্দর ভালোবাসাময়।
প্রত্যেক সংকটকালে ফিরে দেখি ইতিহাস
বুকের পাঁজরে পাঁজরে লেখা---
ভালোবাসা বিচ্ছেদ যন্ত্রণা আনন্দ উচ্ছ্বাস।
তুমি কি এখনও অপেক্ষায় থাকো প্রিয়তমা
দিনান্তের শেষে প্রতিটি সন্ধ্যার অবসরে--
ক্লান্ত পথিক কখন পৌঁছবে দুয়ারে তোমার।
দেশ ছেড়ে প্রতিটি সীমান্তে সৈনিকের দল,
মঙ্গলদ্বীপ জ্বলছে দুয়ারে দুয়ারে---
শত শত নদীর জন্ম হয়, ঝরে চোখের জল।