মনের গোপন অন্তরালে কে গো থাকে একা?
যে এত দায়িত্ব নেয়, দুঃখ লুকিয়ে রাখার।
বাইরে কোলাহল, হুল্লোড়, তোলপাড় ঢেউ,
ভেতরে যেন এক শান্ত, নিথর, নিঃসঙ্গ কেউ।
একাকী, নীরব অথচ অফুরান আনন্দ ধারা।
অন্ধকার মুঠো খোলে,জ্বলে আকাশের তারা।
ঠিক,ভুল,বোঝা,না বোঝা ফারাক তো ভাবনায়।
অবসন্ন শরীর মনে মনে তাকে খোঁজে আয়নায়।