গুমঘরে গুম হচ্ছে শব্দরা প্রতিদিন,
আকাশে অভিযোগ জমায় বাষ্প-জল।
বিক্ষোভে মেঘের গর্জন দিব্যি শুনেছি সেদিন,
তুমি ভেবেছো মিছে কোলাহল।
আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি।
তারাপরেই শুরু হবে দ্রোহ ধারাপাত,
তখনও তুমি হয়তো নিদ্রায় অথবা গৃহকোণে সুখী।
অভ্যর্থনার প্রস্তুতি তুঙ্গে,অপেক্ষায় অগণিত মুষ্টিবদ্ধ হাত।
বৃষ্টি ফলারা নিমেষে মাটি ছোঁবে,
রক্তবীজেরা জন্ম নেবে প্রতিটি ফোঁটায়।
সহস্র প্রহরা ডিঙোবে শহীদ শব্দেরা,
সটান হাজির হবে তোমার আঙিনায়।
আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি,
তারপরই অপেক্ষার মাহেন্দ্রক্ষণ।
মানুষ ফুঁসছে, হাতে তার চকমকি,
সলতে পাকানো শেষ, সমাপ্ত বাকি আয়োজন।