আমি খুঁজি দেশ
সীমান্তের কাঁটাতারে
অথবা মানচিত্রে।
তুমি খোঁজ দেশ
শস্য ক্ষেতে, নদীতে বা পাহাড়ে
অথবা গ্রামে শহরে মানুষের ভিড়ে।
আমি খুঁজি প্রেম
কফি শপে, স্মৃতিতে
অথবা পুরোনো চিঠিতে
তুমি খোঁজ প্রেম
মাটি জল বা কাঁকরে
অথবা শস্য বীজের অভ্যন্তরে।
আমি খুঁজি তোমায়
দিন শেষে সূর্য হারালে
কোন প্রদীপ শিখায়,
যখনই কেউ জ্বালে।
তুমি খোঁজ অন্ধকার,নিকষ কালো।
আজ অবধি যে কখনও পায়নি আলো।