আবার যখন আসবে,
আগাম খবর দিও,
পড়ন্ত সূর্যের নরম আলো
যা তোমার খুব প্রিয়,
সারা শরীরে মেখে
থাকব তোমার অপেক্ষায়,
নদীও জানে কি আনন্দ
কথা দিয়ে কথা রাখায়।
আবার যখন আসবে
হাতে সময় রেখো,
পাকদণ্ডি বেয়ে উঠতে হবে
অনেকটাই,সঙ্গে থেকো।
হঠাৎ কোন জীবাশ্মে
খুঁজে পাবো পুরনো অতীত,
ভালোবাসলে হারাতে হয়
পাহাড়ও জানে নিশ্চিত ।
এবার যখন আসবে
শূন্য হয়ে এসো,
অমরত্ব মিলবে এবার
শুধু অমৃতে নয় বিষেও।
একজন্মে কি সব ভালোবাসা যায়
সত্যি কথাটা জানে শুধু অরন্য,
অবিশ্বাসীও জন্মান্তর চায়
একমাত্র ভালোবাসার জন্য ।।