গনগনে পিচকালো রাস্তা চলাচল মুখর
মুহূর্তে বৃষ্টিধারায় ভিজতে থাকে উদম,
আশ্রয়ে নিশ্চিন্তে তুমি হয়ত দাঁড়িয়ে আছো।
ব্যাভিচারিনি বৃষ্টি শহর ভেজায়, ভেজায় মন।
সিগারেট ছাই হয় অপেক্ষার সুখটানে
বারান্দার অপরাজিতা লতা বৃষ্টি ছুঁতে চেয়ে
সেই কবে চিঠি লিখেছিল মেঘেদের, নিমন্ত্রণের,
মেঘ বলে গেল কি আনন্দ কথা রাখায়, বৃষ্টি হয়ে।
হঠাৎ বৃষ্টি যেন এক টুকরো গল্প কিছুক্ষণ
কিছুটা বয়ে গেল নর্দমায় বাকিটুকু বুকে,
তবু চোখের পাতায় তোলা থাকে কিছু জল।
এমনই কোন দিন হয়তো বৃষ্টি হব তোমায় দেখে।