দু হাত দূরে বাল্য-প্রেম, আজ অপরিচিতা।
ট্রেন ছাড়ল যাদবপুর, ঘড়ির কাঁটায় একটা।
বুকের ভেতর ছলাৎ ঢেউ,
তুমিই তো! না অন্য কেউ।
ছোট্টবেলায় গ্রামের মেলায় হাত ছাড়ল গ্যাস বেলুন,
হাত ছাড়ল বাল্য প্রেম,হাত ছাড়ল রঙ-ফাগুন।
দেখতে দেখতে বহুদূর,
ট্রেন ছাড়ল যাদবপুর।