এ কোন সুর শোনালে আমায় প্রিয়তমা,
কেঁপে ওঠে সুদূরের ছায়াপথ নক্ষত্র দূরতমা,
কেন তুমি আসো যাও? নেচে ওঠে হৃদয় ব্যথায়,
মহার্ঘ্য মুক্তো খুঁজি, বলে যাও রেখেছো কোথায়?
সকালের রোদ সেঁকা বিছানা পড়ে থাকে একা
মৃত শরীরের মতো, সোহাগ চাদরে ঢাকা।
বিগত রাত্রির মতো যদি চলে যাই পৃথিবীর ঘুমে,
দূর ছায়াপথে খুঁজে নিও নতুন কোন নক্ষত্র ভূমে।
এবেলা ওবেলা করে দিন শেষ হয় গার্হস্থ্য চুমুকে,
কিছু পারি কিছু পারি না, দোষ দেব কাকে?
তবু তো ব্যথা জমা হয় লেখা হয় নতুন কবিতা
যেতে হবে জেনেও যেমন থেকে যায় বিদায়ী শূন্যতা।
গোধূলির লাবণ্য মেখে এক বুক আকাঙ্ক্ষা নিয়ে
দিন চলে যায়, ফিরে আসে ফের নতুন সূর্যোদয়ে।
বিদায়ে মুহূর্তরা সবাই যে গরিমা পায় এমন তো নয়
তবু সময়ের স্রোতে নিরন্তর মুহূর্তদের জন্ম হয়।
জীবন অঙ্গার আকাঙ্ক্ষার স্ফুলিঙ্গে জ্বলে ওঠে
ঝরে যায় ঝরা ফসলের মতো কোন নির্জন মাঠে
এখনও সন্ধ্যা হয় রাত্রি নামে নির্জন দ্বীপে
নিশীথ বাতাস বয় আবেগে এখনও হৃদয় কাঁপে।
সবই তো আগের মতোই একই ভাবে আছে
পাগলের মতো নদী ছুটে চলে সাগরের কাছে।
এখনও পথ থেমে নেই, ছুটে চলে নতুনের খোঁজে
চাঁদ নিভে গেলেও নক্ষত্ররা ঠিক থাকে আকাশের ভাঁজে।
কতকাল পর আজও তারা একই সুর শোনে
নীল সমুদ্র ঢেউ তোলে জীবন স্বপ্ন বোনে।
সেই সুর আমিও শুনি আজ কতকাল পর
মহীরুহ আকাঙ্ক্ষা নিয়ে মিশে যাই বীজের ভিতর।