আমার যাবতীয় শোনা মিশে গেছে কবেই, কোলাহলে।
তবু যারা থেকে গেছে অন্তরের গোপন আড়ালে,
সুর খুঁজে নিতে চায়,গান হতে চায়, আবেগের ডাকে।
একান্তে হৃদয় পেতে রেখো শোনাব তোমাকে।
এযাবৎ দেখেছি যা ফিরিয়ে দিয়েছি আকাশে,
তারা তোমাকেই চেয়ে দেখে তারাদের ভিড়ে মিশে।
এতদিন শুধু তোমাকেই দেখতে চেয়েছি প্রেয়সী আমার,
সমস্ত দৃশ্যমানতা আলো তোমার, আমি রাখি অন্ধকার।
আমার যা কিছু আয়েস অভ্যাস বিলিয়ে দিয়েছি আজ।
সভ্যতায় মিশে গেছি, বেছে নিয়েছি নাগরিক কাজ
নাগরিক ক্লান্তি ঘাম ফোঁটা ফোঁটা রক্ত বিন্দু সব।
হৃদয়ে জুড়েছি শত শত হৃদয়ের ক্ষোভ।
দু চোখে স্বপ্ন যা ছিল বেঁচে আছে আজও।
আগামীর যুদ্ধ জেতার লক্ষ্যে মেনেছি আজকের পরাজয়ও।