এক এক দিন বড় বিষন্ন লাগে
একা বিকেল সঙ্গ দেয় সন্ধ্যে নামার আগে।
বসে থাকি হতোদ্যম,পরাজিত সৈনিক।
বিরহী রক্তক্ষরণ যন্ত্রণা দেয় বাঁদিক।
আরেকবার ভাঙতে থাকে---
আত্মবিশ্বাস। চুরমার।
ঘটনার পুনরাবৃত্তি।আগেও হয়েছে বহুবার।
আমি যেন বেমানান, গোটা পৃথিবীর।
তুমিই যদি না নাও তবে---
কি মূল্য এই নাকছাবির?
তাকিয়ে থাকি দিগন্ত দিক,সূর্য অস্তগামী।
কাঁধে হঠাৎ আলতো ছোঁয়া,তাকিয়ে দেখি তুমি।